জামাল উদ্দিন দামাল :
জনপ্রিয় শিল্পী সুবর্ণার নতুন মিউজিক ভিডিও ‘ওগো বারে বারে’





দেশের জনপ্রিয় সংগীত শিল্পী সুবর্ণা রহমান।নন্দিত শিল্পী সুবর্ণা রহমান শ্রোতাদের জন্য এবার নিয়ে এলেন মৌলিক গান ‘ওগো বারে বারে’। রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে ২৮ জানুয়ারি বিকাল ৩টায়। এই সময়ের আলোচিত-সমঝদার গীতিকবি জামাল হোসেনের লেখা গানটির সংগীত আয়োজন করেন হৃদয় হাসিন ও সায়েম রহমান। সুর করেছেন হৃদয় হাসিন।
এই গান প্রসঙ্গে নন্দিত শিল্পী সুবর্ণা রহমান জানান, গানটি আমার অনেক ভালোলাগার। ভীষণ প্রিয় একটি গান। আশা করি শ্রোতারা গানটি শুনবেন এবং তাদের অনুভূতি আমাদের জানাবেন।
‘ওগো বারে বারে’ – এর মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তানভীর শেহজাদ। গানটির মডেল হয়েছেন ইমরান খান ও ফারহানা ওহি। পরিচালনা করছেন সংগীত শিক্ষার প্রতিষ্ঠান ‘ত্রিতরঙ্গ’।
উল্লেখ্য, নন্দিত শিল্পী সুবর্ণা রহমান ছোটবেলা থেকেই পারিবারিক-ঐতিহ্যবাহী একটি সাংস্কৃতিক আবহে বড় হয়েছেন। এই পর্যন্ত বাংলাদেশের গুরুত্বপূর্ণ অনেক টেলিভিশন চ্যানেলে গান করেছেন।গানের সুবাদে দেশের ভারতেও কিংবদন্তী শিল্পী হৈমন্তী শুক্লা ও শ্রীকান্ত আচার্য্যের সাথে গান করেছেন।
পরিচালনা করছেন সংগীত শিক্ষার প্রতিষ্ঠান ‘ত্রিতরঙ্গ’।