সুবর্ণা সীমা
তুমি শুধুই





তোমার জন্য এখনও আছে
মনে ভালোবাসা।
দেহটা আমার নিজের কাছে
মনটা শুধু তোমায় খোঁজে ।
ভাবনাগুলো সব এলোমেলো
তোমায় না পেয়ে হয়ে গেলো।
কোথায় আছো বলো তুমি
তোমার খুঁজে পাগল আমি।
স্বপ্নে আমার এখনও তুমি
ফিরে আসো বারে বারে।
হৃদয় দিয়ে স্বপ্ন রাঙ্গাই
তোমার ভালোবাসার ছোঁয়ায় ।
তোমাকে ফিরে পাবো আমি
অপেক্ষায় কাটে আমার দিন রজনি।
আসবে তুমি আবার ফিরে
তোমার মনি কোঠায় যদি থাকি আমি।